০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরি প্রত্যাশীদের চাকরির জন্য বিক্ষোভ॥ হামলা॥ ভাংচুর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে চাকরিতে বৈষম্যের অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করেছে। এ সময় তারা ৫-৬টি কারখানায় হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার সকাল ১০টায় চাকরির জন্য ইপিজেড এলাকায় এসে তারা আন্দোলন শুরু করেন। এ সময় ইপিজেডের ঢুকে ৫-৬টি কারাখানায় হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় রপ্তানিমুখী শিল্প অঞ্চল ইপিজেডের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়। এতে ইপিজেড অভ্যন্তরের কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন ইপিজেডের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, প্রায় ৪’শর মতো চাকরি প্রত্যাশী লোকজন চাকরি জন্য একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেয়া হয়। আজ কয়েকজন যুবক চাকরির জন্যে ইপিজেড প্রবেশ করলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। চাকরি প্রত্যাশী এক যুবক বলেন, রবিবার সকালে চাকরির জন্যে তারা ৫ জন ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। এ সময় ই-স্টার নামের একটি কারখানায় গেলে তাদের আটকানো হয় এবং নিজেদের ছাত্র পরিচয় দিলেই তাদেরকে মারধর করা হয়। আহত যুবক আরও বলে, আমরা যখন ছাত্রের পরিচয় দেই এতে আরও বেশি ক্ষিপ্ত হন তারা। আমরা শুধুমাত্র চাকরির জন্য সেখানে গিয়েছিলাম।

এ বিষয়ে আদমজী ইপিজেডের ই-স্টার নামের কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল ইসলাম বলেন, ৩৫-৪০ জনের বহিরাগত লোকজন আমাদের কারখানাসহ ৫-৬টি কারখানায় হামলা ও ভাংচুর করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করে। এ সময় অন্যান্য কারখানার লোকজন এসে তাদেরকে ধাওয়া দেয়। এ ঘটনায় আদমজী ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতার সৃস্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, প্রতিদিনই চাকরি প্রত্যাশীরীরা ইপিজেডে আসেন। এটা সবসময় তারা আসেন। চাকরি প্রত্যাশীদের দাবি এদের সবাইকে চাকরি দিতে হবে। মহিলাদের চাকরি বেশি দেয়া হয়। তিনি বলেন, আগ থেকেই ইপিজেডে মহিলাদের চাকরি বেশি হয়। গার্মেন্টেসে মহিলাই বেশি কাজ করেন। কাজের ধরণ অনুযায়ী মহিলা ও পুরুষ কাজ করেন। কোম্পনীগুলো সেই অনুযায়ী নিয়োগ দিয়ে থাকেন। চাকরি প্রত্যাশীদের দাবি সকলকে চাকরি দিতে হবে। মহিলাদের সমান পুরুষদের চাকরি দিতে হবে। এ বিষয়গুলো নিয়ে চাকরি প্রত্যাশীরা বাগবিতন্ডা করেন। এ সময় তারা কিছু ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানার কাঁচ ভাংচুর করেন। তবে তেমন ভাংচুর হয়নি। তিনি বলেন, চাকরি প্রত্যাশিদের উপর হামলা করা হয়নি রবং তারা উল্টো ভেতরে প্রবেশ করে কয়েকটি কারখানার কাঁচ ভাংচুর করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরি প্রত্যাশীদের চাকরির জন্য বিক্ষোভ॥ হামলা॥ ভাংচুর

আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে চাকরিতে বৈষম্যের অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করেছে। এ সময় তারা ৫-৬টি কারখানায় হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার সকাল ১০টায় চাকরির জন্য ইপিজেড এলাকায় এসে তারা আন্দোলন শুরু করেন। এ সময় ইপিজেডের ঢুকে ৫-৬টি কারাখানায় হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় রপ্তানিমুখী শিল্প অঞ্চল ইপিজেডের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়। এতে ইপিজেড অভ্যন্তরের কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন ইপিজেডের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, প্রায় ৪’শর মতো চাকরি প্রত্যাশী লোকজন চাকরি জন্য একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেয়া হয়। আজ কয়েকজন যুবক চাকরির জন্যে ইপিজেড প্রবেশ করলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। চাকরি প্রত্যাশী এক যুবক বলেন, রবিবার সকালে চাকরির জন্যে তারা ৫ জন ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। এ সময় ই-স্টার নামের একটি কারখানায় গেলে তাদের আটকানো হয় এবং নিজেদের ছাত্র পরিচয় দিলেই তাদেরকে মারধর করা হয়। আহত যুবক আরও বলে, আমরা যখন ছাত্রের পরিচয় দেই এতে আরও বেশি ক্ষিপ্ত হন তারা। আমরা শুধুমাত্র চাকরির জন্য সেখানে গিয়েছিলাম।

এ বিষয়ে আদমজী ইপিজেডের ই-স্টার নামের কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল ইসলাম বলেন, ৩৫-৪০ জনের বহিরাগত লোকজন আমাদের কারখানাসহ ৫-৬টি কারখানায় হামলা ও ভাংচুর করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করে। এ সময় অন্যান্য কারখানার লোকজন এসে তাদেরকে ধাওয়া দেয়। এ ঘটনায় আদমজী ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতার সৃস্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, প্রতিদিনই চাকরি প্রত্যাশীরীরা ইপিজেডে আসেন। এটা সবসময় তারা আসেন। চাকরি প্রত্যাশীদের দাবি এদের সবাইকে চাকরি দিতে হবে। মহিলাদের চাকরি বেশি দেয়া হয়। তিনি বলেন, আগ থেকেই ইপিজেডে মহিলাদের চাকরি বেশি হয়। গার্মেন্টেসে মহিলাই বেশি কাজ করেন। কাজের ধরণ অনুযায়ী মহিলা ও পুরুষ কাজ করেন। কোম্পনীগুলো সেই অনুযায়ী নিয়োগ দিয়ে থাকেন। চাকরি প্রত্যাশীদের দাবি সকলকে চাকরি দিতে হবে। মহিলাদের সমান পুরুষদের চাকরি দিতে হবে। এ বিষয়গুলো নিয়ে চাকরি প্রত্যাশীরা বাগবিতন্ডা করেন। এ সময় তারা কিছু ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানার কাঁচ ভাংচুর করেন। তবে তেমন ভাংচুর হয়নি। তিনি বলেন, চাকরি প্রত্যাশিদের উপর হামলা করা হয়নি রবং তারা উল্টো ভেতরে প্রবেশ করে কয়েকটি কারখানার কাঁচ ভাংচুর করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন