আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতনে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মাহনগর যুবদলের সাবেকযুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও রোড, বার্মাশীল, ২নং ঢাকেশ^রী এলাকায় এ আনন্দ মিছিল করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সজিব কাজী, আমির হোসেন, গোলজার হোসেন, সবুজ, আফজাল হোসেন, আল-আমিন, ইয়াছিন, রাতুল, পরাগ, আসিফ, সবুজ মিয়া, রানা, পিন্টু, জোবায়ের হোসেন, মোতালিব, কবির ও তারেকসহ আরো অনেকে।
এ সময় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, শেখ হাসিনার পতনে যেসব ছাত্র-ছাত্রী জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ‘বীর’ ছাত্র-জনতা কে বিজয়ের শুভেচ্ছা জানাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না