তুফান সিনেমায় কনার গাওয়া ট্রেন্ডিং গান ‘দুষ্টু কোকিল’-এর প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। সেখানে কনাকে পরের গানের জন্য শুভ কামনাও জানিয়েছেন এই উপমহাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য এই শিল্পী।
গতকাল রাতে ফেসবুকে রুনা লেখেন, ‘কদিন আগে “তুফান” ছবিটা দেখলাম। ভালো লেগেছে। ছবির নির্মাণ ভালো হয়েছে, শাকিব খানও ভালো করেছে। ছবির দুটো গানের কম্পোজিশন, গায়কী ও দৃশ্যায়ন অত্যন্ত ভালো হয়েছে। দুটো গানই বেশ ভালো হয়েছে। তবে আমার বেশি ভালো লেগেছে দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু। সুরটা আকর্ষণীয় আর কনা গেয়েছেও দারুণ। পরের কাজের জন্য ওকে শুভ কামনা জানাই।
রুনার পোস্টে ভীষণ অনুপ্রাণিত হয়েছেন ‘দুষ্টু কোকিল’ গানের শিল্পী দিলশাদ নাহার কনা। ওই পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ‘আমার সমগ্র জীবনের অর্জন’। গানের সুরকার কলকাতার আকাশ সেনও সেখানে মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন রুনা লায়লাকে। লিখেছেন, ‘শ্রদ্ধেয় রুনা ম্যাম, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি গানটি লিখেছি ও সুর করেছি। আপনাকে ধন্যবাদ।’ ওই পোস্টে মন্তব্য করে নায়ক আলমগীরের মেয়ে শিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘সব মিলিয়ে ছবিটা বিনোদনমূলক।
রুনা লায়লার মতো খ্যাতিমান একজন শিল্পীর প্রশংসায় কেমন লাগছে, জানতে চাইলে কনা বলেন, ‘রুনা ম্যাম আমার আইডল। তার কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুব অনুপ্রাণিত হয়েছি। তার দোয়া এবং ভালোবাসা আমার সংগীতজীবনকে সমৃদ্ধ করবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে।
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি বিশেষভাবে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে। এর আগে ইমরানের সঙ্গে দ্বৈতকণ্ঠে কনার গাওয়া ‘দিল দিল দিল’ গানটিও ভীষণ জনপ্রিয়তা পায়। স্বীকৃতি হিসেবে এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কনা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না