চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আইজিপি মহোদয় কর্তৃক প্রণোদনামূলক আর্থিক পুরস্কার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়। জুন/২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার সভাপতিত্ব করেন।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম'র চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রণোদনামূলক আর্থিক পুরস্কার প্রদান করেন। আইজিপি কর্তৃক প্রণোদনামূলক আর্থিক পুরস্কার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার ইনচার্জদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না