চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করতে গেলে স্থানীয় ছাত্রলীগের বাঁধায় মানববন্ধন পন্ড হয়ে যায়। এতে লালমনিরহাট জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার ১৫ জুলাই সকাল ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের হাফিজ চত্ত্বরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু ছাত্রলীগের প্রতিবাদের মুখে আন্দোলন করতে পারেনি শিক্ষার্থীরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক শেজ্জাদুল শীষ অভিযোগ করে বলেন, 'ছাত্রলীগের বাঁধার কারণে সমাবেশ করতে পারিনি আমরা। ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ব্যানার টানাটানি করে এবং আমাদের প্রাণনাসের হুমকি দেয়'।
এসময় তিনি আরও বলেন, 'আমরা হাইকোর্টের রায়কে সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাই না, কোটার যৌক্তিক সংস্কার চাই। এবং ছাত্ররাই কোটা আন্দোলন সফল করে দেখাবে ইনশাআল্লাহ'। এ সময় কালীগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না