১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
মতলবে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ২৫০
চাঁদপুরের মতলবে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এক ছাত্রদল নেতার উপর আতর্কিত হামলা চালিয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছে ওই ছাত্রদল নেতা। পরে আহত অবস্থায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ জুলাই (রবিবার) রাত ১০ টার দিকে মতলব পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম ফয়সাল খন্দকার। মতলব পৌর ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা সে চাঁদপুর ‘ল’ কলেজের ছাত্র। আহত ফয়সাল খন্দকার অভিযোগ করেন, তিনি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অনিকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী সন্ত্রাসী স্টাইলে তাকে পথে আটকে আতর্কিত হামলা করে ইট দিয়ে আঘাত করে ও মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়।