সোহেল রানা, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বানেশ্বর কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা পুলিশ। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী তার বক্ত্যেবে বলেন, মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা মাদক উৎপাদন করি না তবুও এর ভয়াল ছোবল থেকে রক্ষা পাচ্ছি না। সন্ত্রাসকে দমন করেছি তেমনি মাদককেও দমন করবো। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে আপনারা দেখছেন। সমাজকে মাদকমুক্ত করা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষের সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সকল উপজেলায় যেতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আনতে হবে। আপনারা দেখেছেন দেশের বাহিরে অনেক দেশ আমাদের প্রধানমন্ত্রীকে কাজের মাধ্যমে চিনেছে। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহারিয়ার আলম, সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান, সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (বিপিএম বার, পিপিএম), সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল আবু হাসান মোহম্মদ তারিক বিপিএম, আরএমপি পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রসাশক মোঃ আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না