মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল : ময়মনসিংহে স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৫০
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে উল্লেখ করে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান খান এমপি।।অনুষ্ঠানে “গেস্ট অফ অনার” হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
শনিবার (১৩ জুলাই) তিনি বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ” এর শুভ উদ্বোধন ও “মুক্তিযুদ্ধে পুলিশঃ ময়মনসিংহ জেলা” গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।তিনি বলেন-পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এই সশস্ত্র প্রতিরোধটিই বাঙ্গালীদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌছে দেয়। পরবর্তীতে পুলিশের এই সদস্যরা ৯ মাস জুড়ে দেশব্যাপী গেরিলা যুদ্ধে অংশগ্রহন করেন এবং পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ডাক দেন। তার আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশের সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১ হাজার ২৬২ জন সদস্য জীবন উৎসর্গ করেন। শুধু মহান মুক্তিযুদ্ধেই নয়, দেশের প্রয়োজনে ও বিভিন্ন সংকটে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি পুলিশ সদস্যরা। চলমান কভিড-১৯ অতিমারিতে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ১০৬ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় আত্মোৎসর্গকারী পুলিশের বীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধরন ও কৌশলে ব্যাপক পরিবর্তন ঘটছে। অপরাধীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে সাইবার অপরাধ সংঘটন করছে, যা প্রতিরোধ করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এক বড় চ্যালেঞ্জ। সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্যকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণের সেবা নিশ্চিত করার আহবান জানান।
একই দিনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম পিপিএম এর ব্যতিক্রমী এবং দূরদর্শী চিন্তার ফসল ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃটিশ স্থাপত্যশিল্পের ঐতিহ্যের ধারক পুরাতন পুলিশ হাসপাতাল ভবনে নির্মিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ উদ্বোধন করেন।
উল্ল্যেখ্য-বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার উপজীব্য সংবলিত পাঁচটি গ্যালারি ও আর্কাইভ নিয়ে গড়ে উঠেছে এ ঐতিহ্যবাহী স্থাপনা । ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম এর অসাধারণ উদ্যোগ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই জাদুঘর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ পুলিশের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে বলেও মন্তব্য করেন অনুষ্ঠানে আগত অতিথিরা । ময়মনসিংহবাসীর পক্ষ থেকে এই ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া,ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত,শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, মাহমুদুল হক সায়েম, নিলুফার আঞ্জুম পপি, কৃষিবিদ ড.নজরুল ইসলাম, আব্দুল মালেক সরকার, এবিএম আনিসুজ্জামান, মাহমুদুল হাসান সুমন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপিসহ বিভিন্ন পেশাশ্রেণীর সুধীজন।