বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ময়মনসিংহ মহানগরীর জিরো পয়েন্ট থেকে বিএনপি'র পার্টি অফিস পর্যন্ত মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের,সহ তথ্য বিষয়ক সম্পাদক মো. মানিক খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের অন্যতম সদস্য মো. ওয়াহিদুজ্জামান মিঠুন, জুবায়ের আহমেদ, মো. আলামিন সরকার,যুবদল নেতা আনোয়ার হোসেন, মো. খোকন বেপারী, মো. আনোয়ার হোসেন পাশা, মো. রুবেল চৌধুরী, মো. মামুন খান, মো. সাইফুল ইসলাম, মো. মোশারফ হোসেন তালুকদার, মো. সোহেল রানা মন্ডল প্রমূখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, সাবেক সফল দপ্তর সম্পাদক তারাকান্দা ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না