উপজেলা নির্বাচন যেতে না যেতেই নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শূন্য হওয়া চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে কাজী সাজ্জাদ হোসেন এবং ঘোড়া প্রতীক নিয়ে মনোরঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়াও হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। হাট-বাজার, পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা, বিতরণ করা হচ্ছে লিফলেট। গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। প্রার্থীদের পক্ষে চলছে মাইকিং। একই সময়ে প্রার্থীদের একাধিক মাইকিংয়ে সরগরম হয়ে উঠছে গোটা জনপদ।
বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদে আমার বড় ভাই কাজী সাখাওয়াত হোসেন সর্বস্তরের জনগণের ভালবাসায় টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি চলতি মেয়াদে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ভাইয়ের মতো আমিও নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করবো। আমি আশাবাদী জনগণ তারুণ্যের প্রতীক হিসাবে আমাকে প্রথম বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে- 'মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বারহাট্টা সদর ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত "স্মার্ট বাংলাদেশ" গড়ার ভিশন দৃশ্যমান করতে চাই। বারহাট্টা সদর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত সমৃদ্ধ স্মার্ট ও আধুনিক পরিষদ গঠনে নিরলস কাজ করে যাবো।
অপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মনোরঞ্জন সরকার বলেন, আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ভোটারদের ভালো সাড়া পেয়েছিলাম। এবার আশা করছি সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উপজেলা সদরের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরই জনপ্রিয়তা রয়েছে। এখনও নিশ্চয়তা দেয়া যাচ্ছে না কে হবেন সদর ইউনিয়ন পরিষদের কান্ডারী?
উল্লেখ্য যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চলতি মেয়াদে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে গত ২১ এপ্রিল পদত্যাগ করেন কাজী সাখাওয়াত হোসেন। পরদিন শূন্য হওয়া চেয়ারম্যান পদে প্যানেল চেয়ারম্যান হিসাবে ইউপি সদস্য নূরুল আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না