নারায়ণগঞ্জে ‘ভাতিজা কিশোর গ্যাং’ লিডার গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৬৩
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ভাতিজা কিশোর গ্যা’ এর মূলহোতা মো. মাহফুজুর রহমান শুভ (১৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২১ ডিসেম্বর) র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইজন যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাবি মানছুরা (২১) বাদী হয়ে গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-৭)। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ভাতিজা কিশোর গ্যাং লিডার মো. মাহফুজুর রহমান ওরফে শুভ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, ভাতিজা কিশোর গ্যাং সদস্যরা চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন মাইন উদ্দিনের চায়ের দোকান ও আশপাশের এলাকায় প্রায়ই আড্ডা দেয় এবং সাধারণ মানুষকে হয়রানি সহ জানমালের ক্ষতি করে আসছিল। ঘটনার দিন তারা মাইন উদ্দিনের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বিশ^কাপ ফুটবল দল সমর্থনকে কেন্দ্র করে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোর গ্যাং লিডার শুভ তার সহযোগী কিশোর গ্যাং সদস্য হিমেল (১৮), মাইন (১৯), ইমন (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভিকটিম মো. সজীব (২০) ও তার বন্ধু অজয় (২০)’কে হত্যার উদ্দেশ্যে উপুর্যপুরি ছুড়িকাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত-জখম করে। সে সময় ভিকটিমদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভিকটিম মো. সজীব এর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
হত্যা চেষ্টার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১১। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।