সড়ক দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবকদলের নেতার খোঁজ খবর নিলেন অধ্যাপক মামুন মাহমুদ
- আপডেট সময় : ০৯:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৭৯
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হেসেনকে দেখতে যান বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় দূর্ঘটনায় আহত এই নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন মামুন মাহমুদ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন কে দেখতে তার বাসায় যান মামুন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টি,এইচ, তোফা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, গুলজার হোসেন, ১০ নং ওয়র্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দোলাল হোসেন, যুবদল নেতা মালি, দেলোয়ার হোসেন দেলা, প্রিন্স মাহমুদ, মাসুদ রানা ও বাদল প্রমূখ। উল্লেখ্য ঈদের পরদিন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।