চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি অটো উদ্ধার করা হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের মৃত ভুলু মন্ডলের ছেলে রবজুল ওরফে মধু (৫০), সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মৃত কাস্তু মোড়লের ছেলে সুজন আলী (২৮), শিবগঞ্জ উপজেলার টিকরী দনিয়ালপুরের শুকুর্দ্দির ছেলে বাইরুল ইসলাম (২৭), একই উপজেলার নামো টিকরীর এরফান আলীর ছেলে আবু তালেব ওরফে বিয়েল আলী ওরফে আবু (৩০) ও গোদাগাড়ী উপজেলার হুজরাপুর কাঁকনহাটের আব্দুর রহমানের ছেলে আল আমিন (৩০)। বৃহস্পতিবার এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না