বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জনকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ২৫১
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে নিজ বাড়ির রাস্তার মাথায় দোকান ঘরের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাউফল আদালত ম্যাজিস্ট্রেট কোর্টে একটি পিটিশন মামলা করা হয়েছে আদালত পিটিশনটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলার এজাহার অন্তর্ভুক্ত করে আসামিকে গ্রেফতার করার অনুমতি দিয়েছেন আদালত। একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
প্রত্যক্ষদর্শী রেবা আক্তার তিনি জানান, শিশু বাচ্চাদের খেলাধুলা করতে গিয়ে রাস্তায় ইটের খোয়া কেন্দ্র করে কথার কাটাকাটি হলে তাই নিয়ে নাসিরের উপর রাতের আঁধারে অতর্কিত হামলা চালায়।
মামলা, সুত্রে জানা যায়,বাদী মো. নাসির হাওলাদার (৩৫)। তিনি কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া ৩ নং ওয়ার্ডের দরিয়াবাদ গ্রামের মৃত নাজেম হাওলাদারের ছেলে সন্ত্রাসী হামলায় শিকার হয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থায়ী লোকজন এসে তাকে উদ্ধার করে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী হলেন একই গ্রামের মো. বাবু মৃধা পিতা জলিল মৃধা, মো. জলিল মৃধা, পিতা মৃত সোনাই মৃধা, হোসনেয়ারা বেগম,স্বামী মো. জুলিল মৃধা,গরিব অসহায় দরিদ্র অটোচালক নাসিরের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী বাহিনী।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন তিনি বলেন, এই মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।