রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ছালাউদ্দিন মনা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ছালা উদ্দিন ওরফে মনা (৩৫) সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে।
রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হেলাল খাঁন জানান, রামগঞ্জ থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক মো. কিবরিয়াসহ বুধবার গভীর রাতে রামগঞ্জ পৌর এলাকার সোনাপুর থেকে কৌশলে ছালা উদ্দিন ওরফে মনাকে আটক করি। পরে তার দেয়া তথ্যমতে ১ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের রান্নাঘরের লাকড়ীর নিচ থেকে বিশেষভাবে প্যাকেটজাতকৃত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারি ফরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে ছালা উদ্দিন ওরফে মনাকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে রান্নাঘরের লাকড়ির নিচ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটিতে দুই কেজি করে গাঁজা ছিলো। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এ ব্যপারে রামগঞ্জ থানায় গ্রেফতারকৃত ছালা উদ্দিন ওরফে মনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না