দর্শনায় শিশু বলাৎকার মামলার আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৬৭
দর্শনায় থানা পুলিশের হাতে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. সুজন আলী সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ইশ্চরচন্দ্রপুর গ্রামে এক অভিযান চালায়। এসময় খেদের আলীর ছেলে জাহাঙ্গীর (৪০) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ৩০ জুন দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শফিক্ল্লুার স্ত্রী মোছা. বিউটি (৩৪) দর্শনা থানায় এসে এজাহার দাখিল করেন যে, তার স্বামী গত ৩০ জুন পারিবারিক প্রয়োজনে ঢাকাতে গেলে তার ছেলে মো. সাজিদ শাহারিয়ারকে বাদীর চাচাতো ভাই মো. আলম (৪০) কে তার বাড়ীতে রেখে যান। কিন্তু তার বাড়ীর রুমের স্বল্পতা থাকার কারণে বাদীর ছেলে পাশে থাকা আসামী মো. জাহাঙ্গীর আলম পচার বসত ঘরে ঘুমায়। পরবর্তীতে রাত্র আড়াইটার দিকে ঘটিকার সময় দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর আসামী মো. জাহাঙ্গীর আলম তার শিশু পুত্রকে বলাৎকার করে।