জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের অবস্থিত বেহেলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জর্জ কোর্টের আইনজীবী ও সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন মিয়া।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বেহেলী উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি গনের সর্বসম্মতিক্রমে বেহেলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এডভোকেট রুকন মিয়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি সভাপতি নির্বাচিত কমিটির সদস্য, অভিভাবকবৃন্দসহ এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
এডভোকেট রুকন মিয়া বলেন, সকলের সহযোগিতায় আমরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি। কমিটি গঠনে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি গনসহ সবাইকে ধন্যবাদ জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না