১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
বরিশালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৬১
বরিশাল সংবাদদাতা:
বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বরিশাল নগরীর আমানতগঞ্জ,পলাশপুর ও নবগ্রাম রোড এ অভিযান পরিচালনা হয়।এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সাফিয়া সুলতানা ও সহকারী পরিচালক সূমি রানী মিত্র। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটনের একটি টিম। অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।