চাঁদপুরের কচুয়ায় পৌর এলাকায় ৪ তলা নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে ইসমাইল হোসেন সুজন (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে ক্যামিকেল ব্যবসায়ী মাসুদ আলমের বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের পশ্চিমপাড়ার গাজী বাড়ির ইমান হোসেনের ছেলে।
বিল্ডিংয়ের ঠিকাদার কড়ইয়া গ্রামের শেহের আলী জানান, বিল্ডিংয়ের ৪ তলার ছাঁদে রড উঠানোর সময় উপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুাতিক লাইনের তাঁরের সাথে রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছাঁদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলে ইসমাইল হোসেন সুজন মারা যায়।
এ সময় তার সাথে থাকা একই গ্রামের নির্মাণ শ্রমিক শাকিল (২৪) ও সেঙ্গয়া গ্রামের আব্দুর রশিদ (৪০) গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে ৪ তলা ভবনের কাজ করার সময় বৈদ্যুাতিক তাঁরের সাথে রড লেগে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইসমাইল হোসেন ছিটকে নিচে পড়ে এবং তার সাথে থাকা আরো ২ শ্রমিক গুরুত্বর আহত হয়। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন সুজনকে মৃত ঘোষনা করে। উন্নত চিকিৎসার জন্য সংজ্ঞাহীন অবস্থায় বাকি ২ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানায়, বিল্ডিংয়ের মালিকের গাফিলতি, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ ও উপরে নেট না দিয়ে কাজ করার কারনে এই শ্রমিকরে মৃত্যু হয়েছে। কোন ভাবে এই শ্রমিকের মৃত্যুর দায় ভবনের মালিক মাসুদ আলম এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
নিহত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন দরে ইসমাইল হোসেন সুজন বিল্ডিং নির্মাণ এর কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় আজ ও ইসমাইল কাজে যায়। বিকাল বেলা শুনি ইসমাইল হোসেন সুজন কাজ করতে গিয়ে কারেন্টের সাথে লেগে তার মৃত্যু হয়। বছর খানিক আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইসমাইল হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না