কাজের বেলায় কেতাদুরস্ত থাকার বেশ একটা অভ্যাস নেই ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। ছাত্রজীবন থেকে একজন মানব উপকারী ও কর্মপাগল ব্যক্তি তিনি। ছিলেন উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান।গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন। উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার কাজের পরিধি যেন আরো বেড়ে গেলো। সময় পেলেই নেমে পড়েন কাজে। ঝড় আর বৃষ্টি নেই ছুটে চলছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। গতকাল শুক্রবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে বেড়ালেন উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী নতুন বাজার,নারায়ণপুরসহ কয়েকস্থানে। পরিদর্শন করলেন চলমান কয়েকটি উন্নয়ন আর সংস্কার কাজ।
এর আগে বৃষ্টিকে উপেক্ষা করে ভাবখালী ইউনিয়নের কাচারী বাজার সংলগ্ন বায়তুল আতিক জামে মসজিদ নির্মাণ কাজ এর উদ্বোধন করেন তিনি। এসময় তার উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
জানা গেছে, ৫ জুলাই শুক্রবার। আকাশ থেকে তখন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। মাথায় ছাতা আর জুম্মার নামাজের প্রস্তুতি মাথায় টুপি পরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা তদারকি করছেন চলমান উন্নয়ন আর সংস্কার কাজ। কাচারী বাজার এলাকা থেকে নারায়ণপুর সহ ভাবখালী পুরাতন বাজার পয়েন্ট। কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জরাজীর্ণ ও খানাখন্দে ভরা চলাচলের অনুপযোগী দেখে সংস্কার করার প্রয়োজনী আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। কাজের বেলায় তাকে বরাবর পরিশ্রমী দেখা গেছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় উপজেলা পরিষদের ব্যস্ততা ছিলো না। তাই ঘুম ভাঙতেই বেরিয়ে পড়েন কাজ তদারকিতে। বৃষ্টিভেজা দিনে স্বাচ্ছন্দ্যে সেই কাজ সারতে তিনি বেছে নিয়েছিলেন বাঙালির পায়জামা-পাঞ্জাবি। শুক্রবার বন্ধের দিন সকালে গ্রাম-গঞ্জের এমন পরিবেশে উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দেখে অনেকে হতবাক হয়েছেন। অনেকেই তাদের তারিফ করছেন। গুরুত্বপূর্ণ কিংবা উচ্চপদে আসীন ব্যক্তিদের এই ধরণে চিরায়ত পোশাকে দেখলে আমাদের মনে ভিন্ন মন্তব্য আসে। কিন্তু কাজের বেলা থাকুক না কিছু ব্যতিক্রম। এসময় অন্যান্যদের মাঝে ভাবখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না