গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন এর আরো দুইটি নতুন এলপি গ্যাস শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে পূবাইল তালটিয়া হাজারি কটেজ এন্ড রিসোর্টে আলোচনা সভা শেষে তালটিয়া জামান ফিলিং স্টেশন সংলগ্ন সেলিম খান কমপ্লেক্স ১ম শাখা ও কুদাব রোড কামারগাঁও ২য় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ এল,পি, গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও মা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সেলিম খানের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ হামিদ লতিফ ভূইয়া কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ। ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এড নজরুল ইসলাম খান। ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা।সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মইন মোল্লা,মিরের বাজার পরিচালনা কমিটির সভাপতি বাতেন ভুঁইয়া প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না