পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন আনিচ গাজী। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিচ গাজী বলেন, আমি পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা আশ্রায়ন প্রকল্প বাসিন্দা ও একজন দিনমজুর এবং ভূমিহীন মানুষ এমনকি আমার নিজের এক শতকও জায়গা জমি নাই। এ কারণে আমি দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় অবস্থিত আবাসন প্রকল্পের টিনের ঘরে বসবাস করে আসছি। এছাড়াও ঘরটি বসবাসের অনুপোযোগী হয়ে পড়ে।
এমতাবস্থায় গত ইং- ২০২১ সাল নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উক্ত আবাসনে মুজিব বর্ষের পাকা ঘর নির্মাণ হলে আমি একটি পাকা ঘর পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। আবেদন প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে নায়েব মীর রেজওয়ান সাহেব আমাকে ভূমিহীন মর্মে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরে ঘরটি প্রতিবেদন দাখিল করেন।
এদিকে পরবর্তীতে আমি জানতে পারি ঘরটি আমার নামে বরাদ্দ না হয়ে একই ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের তালেব সানা নামে একজনকে বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি আমি জানতে পেরে সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান এর মাধ্যমে ইউএনও মমতাজ বেগম এর কাছে যাই।
এ সময়ে আমরা তালেব সানার কয়েকটা বাড়ি ও জমিজায়গা আছে মর্মে ইউএনও সাহেব কে অবগত করলে তিনি বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন তালেব সানার ঘর বাড়ি জমিজায়গা রয়েছে। সে কারণে আমাকে ভূমিহীন থাকায় ইউএনও মমতাজ বেগম উক্ত পাকা ঘরে আমাকে বসবাস করার অনুমতি প্রদান করেন।
সেই থেকে অদ্যবদি ২-৩ বছর ধরে ছোট ছোট ৩ টা বাচ্চা ও স্ত্রীকে নিয়ে ঘরটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি এবং আমি দখলে আছি।
এমতাবস্থায় গত ইং- ৪/৭/২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার চাঁদখালী ইউনিয়ন পরিষদে তালেব সানা আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন একটা অভিযোগ করে আমাকে উক্ত ঘর থেকে উচ্ছেদের পায়তারা করছে। সাথে সাথে বিষয়টি নিয়ে কয়েকটি পত্র পত্রিকায় বিভ্রান্তিকর ও জবরদখল শিরোনামে খবর প্রকাশ করায় সংবাদ সম্মেলন এর মাধ্যমে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, উপরোক্ত বিষয়ের যাবতীয় তথ্যাদি আমার কাছে সংরক্ষিত আছে। পরিশেষে উক্ত ঘটনাটি আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না