চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ আটক ১ জনকে আটক করা হয়েছে। গত ৩ জুলাই দুপুরে সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ রোডের রান্ধুনীমুড়াস্থ হাজীগঞ্জ ব্রীজের উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ।
এ সময় আসামীকে তল্লাশি করে তার হেফাজত হতে দুইটি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে সর্বমোট ৪০০ (চার শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ৪০ গ্রাম, (আনুমানিক মূল্য ১,২০,০০০/-টাকা) পেয়ে জব্দ করেন। আটককৃত আসামীর নাম ইসরাত জাহান কনা (৩২)।
জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না