পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সমাবেশ আয়োজন করেছে সেতু বিভাগ।
মাওয়া প্রান্তের থানা সংলগ্ন এ মাঠেই পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। উদ্বোধনের দুই বছর পর সমাপনী অনুষ্ঠান হচ্ছে।
এরই মধ্যে সেতু বিভাগের সচিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব সেখানে বক্তব্য রেখেছেন। দেখানো হয়েছে ডকুমেন্টারি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না