নারায়ণগঞ্জে রূপগঞ্জে একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভূলতা এলাকায় ভূলতা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এস এম জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, লেখক, গবেষক, কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, আল-রাফি হাসপাতাল লিমিটেডের সিনিয়র প্রেসিডেন্ট আবদুল মতিন চেয়ারম্যান, পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিলন মিয়া, ডিকে এমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, গোলাম সাদেক, আব্দুল কাদির সুমন, প্রো একটিভ হাসপাতালে পরিচালক টিটু চৌধুরী, একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সালিহিন শাওন, সাধারন সম্পাদক গোলাম শহিদুল এবং ২২ টি মানবিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না