চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা কালে এক বাংলাদেশী চোরাকারবারীকে ভারতীয় বিএসএফ গুলি করে ধরে নিয়ে গেছে।
বৃহস্পতিবার, ৪ জুলাই ভোর ৫টায় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে ঠাকুরপুর গ্রামের মো.আব্বাস আলীর ছেলে আজমুল হোসেন(৩০) সহ তার ৫/৬৬ জন সহযোগী চোরাপথে ভারতে প্রবেশের চেষ্টা করে।
এসময় ভারতীয় ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিএসএফের একটি গুলি আজমুল হোসেনের পায়ে লেগে গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে বিএসএফ সদস্যরা আজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না