গাজীপুরের পূবাইলে পারিবারিক ঋণ গ্রস্থে হতাশাগ্রস্থ এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যায় মৃত্যুবরণ করেছে। নিহত পৃথিবী রোজারিও (২২), গাজীপুর জেলার পূবাইল থানার ভাদুন মাইজগাও গ্রামের সুনীল রোজারিও এর মেয়ে। সে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ।
আজ বুধবার সকাল ৯টার দিকে পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিও এর নিজ বাড়ির উত্তর ভিটায় মাটির ওয়াল টিনশেড ঘরের পশ্চিম পাশের রুমে নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটেছে।
নিহত পৃথিবীর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে। মেয়েকে খরচ দিতে পারিনা। মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিলো। আজকে মেয়েটা মইরা গেছে।
তিনি বলেন, আমার দুই মেয়ে। বড় মেয়ে কলেজে পড়ে। আমার স্ত্রী চাকুরী করতো। আমার স্ত্রীর এখন চাকুরী চলে গেছে। আমিও বেকার। এসব কারণে এখন পরিবারে আর্থিক সমস্যা খুব বেশি।
নিহতের স্বজন রাহাত ও পরিবারের সদস্যরা বলেন, রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমানোর জন্য যায়।আজ সকালে তার মা ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে। পরে কোন সারা শব্দ না পেয়ে রুমে টেবিলের উপর দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে পায় ভিকটিম গলায় শাড়ী দিয়ে ঘরের আরা(ধন্নার) সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
চাচাত ভাই লিওন বলেন, মা বাহির হতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভিকটিমের লাশ নিচে নামায়।
পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না