তারাকান্দায় বিনামূল্যে সার ও বীজ পেলো প্রান্তিক কৃষক
- আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৫৫
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়-২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
কৃষি কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার-১৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাঝে বীজ ধান ও সার বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।