চুয়াডাঙ্গার একটি ইটভাটার ভিতরে এক শ্রমিকের মরদেহ পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসিরা মরদেহ নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২ টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেছেন।
এসময় গ্রামবাসিরা বলেন, শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্রেখ্য সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্স নামক ইটভাটার একটি গর্ত থেকে কিশোর শ্রমিক শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না