০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
দর্শনায় ফেন্সিডিল সহ গ্রেফতার-১
মাহমুদ হাসান রনি :
- আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৬১
চুয়াডাঙ্গার দর্শনায় ১৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন বহনকারীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মো. সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার আজমপুরে এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় আজমপুর কবরস্থানের সামনে থেকে একই এলাকার অঃ সাত্তারের ছেলে মো. আল-আমিন (২৪) কে গ্রেফতার করে। পরে তার দেহে বিশেষ কায়দায় রাখা ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে আজমপুর ও মোহাম্মদ পুর কিছু ভাড়া বাড়িতে ফেনসিডিলের বড় বড় চালান আসে।পরে সে গুলো ছোট ছোট ভাগে দর্শনার বাইরে পাচার হয়।তাই বহনকারীদের কাছ থেকে তথ্য নিয়ে এলাবাসি মূলহোতাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।