অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
আজ (১ জুলাই) সোমবার সকাল থেকে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। কর্মসূচিতে শিক্ষকরা ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। তবে কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আন্দোলনের বাইরে রয়েছে পরিবহন ও বিদ্যুতের মত জরুরি সেবা।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরাণ বলেন, 'আমাদের সংগঠনের ৮৩ জন সদস্য আছেন। তারা সবাই যার যার ডেস্কে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন।'
তিনি আরও বলেন, কর্মবিরতি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে কেউ অংশ নিবেন না। এ ভাবেই আগামী ৭ জুলাই পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। এর মধ্যে সরকার দাবি না মানলে পরে আমরা পুরো কর্মবিরতিতে যাব।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাফসা আক্তার বলেন, 'আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নিবেন। আমরা এখন আদায়ের আন্দোলনে আছি। বন্ধ রয়েছে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পাঠ, পরীক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না