কচুয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮
- আপডেট সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৯৩
৩০ জুন বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ পরীক্ষার দিনে কচুয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১শত ৫৭ জন ও আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ০৫ জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫শ ৬২জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ১০জন ও আলিম পরীক্ষার ৮জন অনুপস্থিত ছিল। উপজেলায় ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (৩০ জুন) বাংলা ও কুরআন মাজিদ পরীক্ষার দিন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র, নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসা ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, জেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও সাচার ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। সাচার ডিগ্রি কলেজ ও পালাখাল কলেজ পরিদর্শন করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য পুলিশ সহ উপজেলা প্রশাসনের কর্মতৎপরতা ছিল নজর কারার মত।
এইচএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার আক্তার ও ইতি আক্তার, আলিম পরীক্ষার্থী খালেদ সাইফুল জানান, আমরা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে তৃপ্তিবোধ করছি। আমরা আশা করছি বাংলা প্রথম পত্রের ও কুরআন মাজিদ এর ন্যায় পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।