রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি স্বাস্থ্য মন্ত্রীর ডা: সামন্ত লাল সেন
- আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ৬৩
চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন। শনিবার, ২৯ জুন সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাশপুর এলাকায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শণকালে মন্ত্রী এসব কথা বলেন।
১১ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (যিড়) এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সম্প্রতি রাসেল ভাইপার নামীয় সাপের উপদ্রবের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তার দাবীর মুখে মন্ত্রী আরও বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করবো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা-সেবার মান উন্নত হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক কমে আসবে বলে মনে করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা এমপি, (নারায়ণগঞ্জ-১ )রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস প্রমুখ।