ময়মনসিংহের তারাকান্দায় আজ শুক্রবার (২৮ জুন) বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘাআয়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেন মহিলা দল।
জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের আয়োজনে তারাকান্দা উপজেলা সদরের আল হামরা মহিলা মাদরাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি ও তারাকান্দা ও ফুলপুরের সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন মনি তালুকদার। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না