পূবাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
- আপডেট সময় : ১০:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১০৬
গাজীপুর মহানগরীর পূবাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোলেক্স (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোলেক্স নরসিংদী জেলার বেলাবো থানার মজনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে, পরবর্তীতে স্থানীয় লোকজন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রোলেক্স নামক এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। কাভার্ডভ্যান চালক ও হেলপার কে আটক করা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।