সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহিবুর রহমান মানিক।
সোমবার (২৪ জুন) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে উপ-সচিব মো.মাহবুব জামিল স্বাক্ষরিত চিটিতে এ তথ্য জানানো হয়।
সিন্ডিকেট সদস্য'র মনোনয়ন প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুনামগঞ্জের দুজন সংসদ সদস্যকে এ সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। এ দিকে বিগত সময়ে ২৯/০৫/২৪ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারিকৃত স্মারক বাতিল করা হয়েছে। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ব্যাক্তিগত সহকারী মোশাহিদ আলী, মহিবুর রহমান মানিক সিন্ডিকেট সদস্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.আবু নাইম শেখ জানান, নতুন করে সংসদ সচিবালয় থেকে যে স্মারক নাম্বারে জারিকৃত পত্র এখনও আমি অফিসিয়ালি পাইনি। তবে শুনেছি সিন্ডিকেট সদস্য হিসেবে সুনামগঞ্জের দুইজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন দিয়েন। অফিসিয়ালি কাগজ হাতে পেলে নিশ্চিত করে বলতে পারব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না