আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আনন্দ র্যালী
- আপডেট সময় : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১২৯
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আনন্দ র্যালী ও দোয়ার আয়োজন করেছে নাসিক ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপনের নেতৃত্বে রবিবার (২৩ জুন) সকাল ১১টায় আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে ৭নং ওয়ার্ডস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালীটি দুপুর ২টায় পুণরায় এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কেটে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।
উক্ত আনন্দ র্যালী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আরো উপসিস্থত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মোল্লা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ সিকদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলুল হক হাওলাদার, জয়নাল আবেদীন খান, জি.এম সবুর, ইলিয়াছ মাহমুদ, নবাব আলী, জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা হাকিম, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, ৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বর্ণালী আক্তার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহজালাল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, নরায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমূখ।