পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই জন সাজাপ্রাপ্ত ৬ জন পরোয়ানাভুক্ত সহ নিয়মিত মামলার ১ জন মিলিয়ে মোট ৯ জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুমখালী গ্রামের অজয় কৃষ্ণ মন্ডলের ছেলে কমলেশ মন্ডল কে ৪ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়।
এছাড়াও তেলিখালী গ্রামের মো. নজরুল ইসলাম এর ছেলে মো. ইমরান হোসেন কে সাজাপ্রাপ্ত দায়ে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে পরোয়ানাভুক্ত এর দায়ে মো. আকবর শেখ, মো. ইমদাদুল গাজী,মোঃ হাসেম সরদার, মো. নাজমুল গাজী, খোকন গাজী ও নিয়মিত মামলায় আরো ১ জন আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না