বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সুচনা করেন স্হানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
এরপর দলীয় হাজারও নেতাকর্মীদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ র্যালি প্রদক্ষিণ শেষে র্যালিটি পৌরপার্কে গিয়ে সাংস্কৃতিক ও আলোচনা সভায় মিলিত হয়।
সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন'র সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এর সঞ্চালনায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ভাইচ চেয়ারম্যান রাসেল হাওলাদার, মহিলা ভাইচ-চেয়ারম্যান আজমিন নাহার ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না