০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

রূপগঞ্জে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অপরাধীরা

প্রতিদিনের নিউজ :
  • আপডেট সময় : ০৮:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৫৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে ঘুরছে অপরাধীরা, এমন অভিযোগ তোলেছেন স্থানীয়রা। যেখানে হত্যা মামলার আসামী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত অপরাধীরাও এখন জনসম্মুখে। নির্বাচনী প্রচারণায় তাদেরকে প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ এবং ভোট চাইতেও দেখা গেছে। এতে করে স্থানীয় ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে আতংক ও চাপা ক্ষোভ।

স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে উৎসবের আমেজ তৈরী হয়েছিল। প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীকে ভোট চাইতে ঘরে ঘরে আসছেন। তবে বিভিন্নসময় নানা অপরাধে অভিযুক্তদের দেখে তারা আতংকিত হয়ে পড়েছে। কেউ কেউ শংকা প্রকাশ করে বলছেন এসব অপরাধীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছেন। এসব অপরাধীরা নির্বাচনে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিশৃঙ্খলা করতে পারে। যাতে করে সুষ্ঠু নির্বাচনী কার্যক্রম বাধার সম্মুখীন হয়।

স্থানীয়দের তথ্যমতে, কায়েত পাড়া ইউনিয়নের সমশের, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হাটাবো বড়ৈপাড়া এলাকার সাব্বির চিহ্নিত মাদক কারবারি। এছাড়াও পৌর বিএনপি নেতা দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে ঈদুল আযহার দিন কাঞ্চন চৌধুরীপাড়া ঈদগাঁহ মাঠে ভোট চেয়ে ভোটারদের চাপ প্রয়োগ করলে সমালোচনায় পড়েন হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মিজান। যিনি রূপগঞ্জের কায়েতপাড়ার নাওড়া এলাকার মৃত আমানুল্লার ছেলে বিনা প্রতিদ্ধন্ধিতায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি সহ তার লোকজন একই এলাকায় বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলামকে প্রকাশ্যে গত ৬ জুন গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মিজানসহ ৩১ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এরকম অপরাধীরা কাঞ্চন পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জগ প্রতিকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আদালত থেকে জামিন না নিয়ে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে একজন হত্যা মামলার আসামী কিভাবে প্রশাসনের সামনে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। তা নিয়ে আমিও চিন্তিত। আমি এব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে মোবাইল প্রতিকের দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, মিজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সে আমাকে ভালবাসে সেজন্য আমার পক্ষে প্রচারনা চালাচ্ছো। সে হত্যা মামলার আসামী কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য রয়েছে। তারা বিভিন্নস্থানে টহলরত আছে। এছাড়াও চেকপোস্ট রয়েছে। কোন অপরাধী আমাদের নজরে আসলে আমরা আইন অনুযায়ী যা করার সে ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করছেন জগ প্রতিকে বর্তমান মেয়র রফিকুল ইসলাম। অপরদিকে মোবাইল প্রতিকে সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা। মূলত এই দুই মেয়র প্রার্থীর মধ্যেই পৌরসভায় হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রূপগঞ্জে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অপরাধীরা

আপডেট সময় : ০৮:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে ঘুরছে অপরাধীরা, এমন অভিযোগ তোলেছেন স্থানীয়রা। যেখানে হত্যা মামলার আসামী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত অপরাধীরাও এখন জনসম্মুখে। নির্বাচনী প্রচারণায় তাদেরকে প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ এবং ভোট চাইতেও দেখা গেছে। এতে করে স্থানীয় ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে আতংক ও চাপা ক্ষোভ।

স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে উৎসবের আমেজ তৈরী হয়েছিল। প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীকে ভোট চাইতে ঘরে ঘরে আসছেন। তবে বিভিন্নসময় নানা অপরাধে অভিযুক্তদের দেখে তারা আতংকিত হয়ে পড়েছে। কেউ কেউ শংকা প্রকাশ করে বলছেন এসব অপরাধীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছেন। এসব অপরাধীরা নির্বাচনে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিশৃঙ্খলা করতে পারে। যাতে করে সুষ্ঠু নির্বাচনী কার্যক্রম বাধার সম্মুখীন হয়।

স্থানীয়দের তথ্যমতে, কায়েত পাড়া ইউনিয়নের সমশের, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হাটাবো বড়ৈপাড়া এলাকার সাব্বির চিহ্নিত মাদক কারবারি। এছাড়াও পৌর বিএনপি নেতা দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে ঈদুল আযহার দিন কাঞ্চন চৌধুরীপাড়া ঈদগাঁহ মাঠে ভোট চেয়ে ভোটারদের চাপ প্রয়োগ করলে সমালোচনায় পড়েন হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মিজান। যিনি রূপগঞ্জের কায়েতপাড়ার নাওড়া এলাকার মৃত আমানুল্লার ছেলে বিনা প্রতিদ্ধন্ধিতায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি সহ তার লোকজন একই এলাকায় বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলামকে প্রকাশ্যে গত ৬ জুন গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মিজানসহ ৩১ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এরকম অপরাধীরা কাঞ্চন পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জগ প্রতিকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আদালত থেকে জামিন না নিয়ে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে একজন হত্যা মামলার আসামী কিভাবে প্রশাসনের সামনে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। তা নিয়ে আমিও চিন্তিত। আমি এব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে মোবাইল প্রতিকের দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, মিজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সে আমাকে ভালবাসে সেজন্য আমার পক্ষে প্রচারনা চালাচ্ছো। সে হত্যা মামলার আসামী কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য রয়েছে। তারা বিভিন্নস্থানে টহলরত আছে। এছাড়াও চেকপোস্ট রয়েছে। কোন অপরাধী আমাদের নজরে আসলে আমরা আইন অনুযায়ী যা করার সে ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করছেন জগ প্রতিকে বর্তমান মেয়র রফিকুল ইসলাম। অপরদিকে মোবাইল প্রতিকে সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা। মূলত এই দুই মেয়র প্রার্থীর মধ্যেই পৌরসভায় হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন