নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে ৫ কেজি গাঁজা’সহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১৮ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাজার সাকিনস্থ জনতা সুপার মার্কেটে হুমায়ুন কবিরের দোকানের ভাড়াটিয়া লাল মিয়ার তুলার গোডাউন ঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নাজিম (২২), মো. বসির (২২), আঃ কাদির (২১), মো. শুভ (২৮), এবং মো. শাহজাহান (৫০)’কে গ্রেফতার করে র্যাব।
২০ ডিসেম্বর মঙ্গলবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১১।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না