নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে প্রচারণা করায় প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা জগ প্রতীকের তিন সমর্থককে বেধরক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে এ ঘটনায় আহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আহত আনোয়ার হোসেন জানান, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভার নির্বাচনে তিনি ও তার দুই চাচাতো ভাই নাঈম ও রতন জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এর জের ধরে প্রতিদ্বন্দী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মেয়র প্রার্থী রফিকের প্রচারণা শেষ করে তারা ৩ জন বাড়ি ফিরছিল।
এ সময় তারা শফিকুর মেম্বারের পুকুর পাড়ের সামনে পৌছাঁলে প্রতিদ্বন্দী প্রার্থী বাদশার সমর্থক দেওয়ান নবীউর, মো.আওলাদ, মো.আল-আমিন, মো.জাহাঙ্গীর, মো.শাহজালাল, মো.মোকারম, দেওয়ান রিপন, মো.দেওয়ান তারেক, দেওয়ান ইকবাল, দেওয়ান মুকবুলসহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা তিনজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শুনেছি। তবে মারামারির ঘটনা ঘটেছে বিষয়টি জানা নেই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না