ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরি। এ সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড, ‘রিভেঞ্জ’ এরপর পঞ্চম সিনেমা হিসেবে ঈদের তালিকায় যুক্ত হলো।
সিনেমার পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু সেসময় শাকিব খানের ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা আগন্তুক মুক্তি দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কথাবার্তা চলছে।
অভি জানান, পোস্টার রিলিজের মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হলো। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেলার রিলিজ দেওয়া হবে।
সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না