নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আশরাফ চৌধুরী সজীব (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে তার বসবাসরত কদমতলীর নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। নিহত ভিকটিম কক্সবাজার জেলার বাসিন্দা রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে (নাসিক) ৭ নং ওয়ার্ড এলাকাস্থ কদমতলী ১০ তলা সংলগ্ন ফিরোজ সাহেবের ভাড়াটিয়া বাড়িতে সাবলেট হিসেবে বসবাস করেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মামুন বলেন, ভিকটিম নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পড়াশোনা করতো। সে কদমতলী এলাকায় মিজান নামক একজন গার্মেন্টস কর্মীর সঙ্গে সাবলেট হিসেবে ভাড়া থেকে পড়াশোনা করতো। সে তার বাসার বেলকনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না