ময়মনসিংহ সদরের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ে ইউএনও-পি আইও’র নিয়মিত পরিদর্শন
- আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৭৪
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে স্বচ্ছতার সহিত দুর্নীতিমুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সেই লক্ষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সচ্ছতা যাচাই করতে পরিদর্শন করছেন তারা।
সেই ধারাবাহিকতায় (১০ জুন) সকালে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্ধকৃত ইউনিয়নের কুষ্টিয়া শ্রীরামপুর তাজুল মেম্বারের বাড়ী হতে মকবুল খলিফার বাড়ী হয়ে চান মহুরির বাড়ী পর্যন্ত (৫০০মি) এইচ বিবি করণ রাস্তা ও কুষ্টিয়া ইউনিয়নের মাটিয়ামতলা নয়নদার বাড়ী থেকে সামাদের বাড়ী পর্যন্ত রাস্তা (৫০০মিটার) এইচ বিবি করণ করণ কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এসময় ইউনিয়নের চেয়ারম্যান পুত্র মাজহারুল হক, সাবেক মেম্বার তাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০২৩ সালের ২৩ নভেম্বর- ময়মনসিংহ সদর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে কুষ্টিয়া শ্রীরামপুর তাজুল মেম্বারের বাড়ি হতে মকবুল খলিফার বাড়ি হয়ে চাঁনমহুরীর বাড়ী পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজের টেন্ডারের লটারি অনুষ্ঠিত হয়।এতে ব্যয় বরাদ্দ ধরা হয়-৪২ লাক্ষ টাকা।
এসময় ইউএনও বলেন-দেশের উন্নয়ন ও অগ্রগতিকে তরান্বিত করতে হলে অনিয়ম ও দুর্নীতিকে না বলতে হবে। সরকারি কোনো অফিস কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা অনিয়ম ও দুর্নীতি করলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। তিনি বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠাসহ সব উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা আছে। তা আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে।
একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অনিয়ম ও দুর্নীতি থেকে নিজেদের দুরে রাখার জন্য আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা, সমস্যা, সম্ভাবনা নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনগণের সামনে তা তুলে ধরে বাস্তবায়নের আশ্বাস দেন।