কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামে ব্যাটারি চালিত অটোরিকসা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়, প্লেটের নামে হয়রানি বন্ধ ও বিআরটিএ কর্তৃক রোড পারমিটসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে রিক্সা, বাটারি চালিত রিক্সা ভ্যান ইজিচালক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান লিপন, জেলা সমন্বয়ক ফুলবার রহমান,জেলা কমিটির সভাপতি গোলজার রহমান ইজিবাইক সংগ্রাম পরিষদের সহ-সাংগাঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না