১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবিউল আলম :
  • আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ১৫৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রর্বতক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র-শনি (৭-৮ জুন) দুই দিনব্যাপী বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ রকমের মার্শাল আর্ট এর মহাসমারহে পৃথক পৃথক জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিযোগিতা হয়।

এ প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত অন্যতম ও ৭টি ইভেন্টে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা, নাটোর, ঢাকা,চাদপুর, নেয়াখালীর খেলোয়াড় গণ অংশগ্রহণ করে। ঢাকা জেলা ৬টি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং রাজশাহী জেলা ১টি স্বর্ণ পদক পেয়ে রানার আপ ও নাটোর জেলা ২য় রানার আপ হয়। স্বর্ণপদক বিজয়ীরা হলেন নওরীন, মানহা, রহমত উল্লা রাকিব, ওয়াসিম, কবির, মিজান, ইমতিয়াজ।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন ফেনী সোনাগাছী পৌরসভার মেয়র এ্যাডঃ মো. রফিকুল ইসলাম খোকন, যুব জোট কেন্ত্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন ও বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম তাহমিদুল হকসহ এছাড়াও বিভিন্ন জেলার প্রশিক্ষক এনায়েত খলিল, সুলতান মিয়া, চাদ মো.রকি, মো.তৌহিদুল আলম রাকিব ও আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিদুল হক সকলের উদ্দেশ্যে বলেন, আগামী জুলাই মাসে পরিবেশ বান্ধব ও ক্লিন সিটি রাজশাহীতে ৪র্থ জাতীয় পেঞ্চাক সিলাত-২০২৪ অনুষ্ঠিত হবে সবাইকে ভালোভাবে অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রর্বতক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র-শনি (৭-৮ জুন) দুই দিনব্যাপী বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ রকমের মার্শাল আর্ট এর মহাসমারহে পৃথক পৃথক জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিযোগিতা হয়।

এ প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত অন্যতম ও ৭টি ইভেন্টে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা, নাটোর, ঢাকা,চাদপুর, নেয়াখালীর খেলোয়াড় গণ অংশগ্রহণ করে। ঢাকা জেলা ৬টি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং রাজশাহী জেলা ১টি স্বর্ণ পদক পেয়ে রানার আপ ও নাটোর জেলা ২য় রানার আপ হয়। স্বর্ণপদক বিজয়ীরা হলেন নওরীন, মানহা, রহমত উল্লা রাকিব, ওয়াসিম, কবির, মিজান, ইমতিয়াজ।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন ফেনী সোনাগাছী পৌরসভার মেয়র এ্যাডঃ মো. রফিকুল ইসলাম খোকন, যুব জোট কেন্ত্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন ও বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম তাহমিদুল হকসহ এছাড়াও বিভিন্ন জেলার প্রশিক্ষক এনায়েত খলিল, সুলতান মিয়া, চাদ মো.রকি, মো.তৌহিদুল আলম রাকিব ও আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিদুল হক সকলের উদ্দেশ্যে বলেন, আগামী জুলাই মাসে পরিবেশ বান্ধব ও ক্লিন সিটি রাজশাহীতে ৪র্থ জাতীয় পেঞ্চাক সিলাত-২০২৪ অনুষ্ঠিত হবে সবাইকে ভালোভাবে অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন