জামালপুরের বকশীগঞ্জে দৈনিক সমকাল সাংবাদিক জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাসুদ উল হাসান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে গত শুক্রবার,৭ জুন দিবাগত রাত ১২ ঘটিকার সময় বকশীগঞ্জ দক্ষিন বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলা কারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর,ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ৭ জুন দিবাগত রাতেই সাংবাদিক মাসুদ বাদী হয়ে উল্লেখিত দুই ব্যাক্তিসহ নামীয় ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতনামা অভিযুক্ত আরও ৪-৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে জামালপুরের আদালতে একটি চেক ডিজওনার মামলা হয়। ওই মামলার তথ্য সংগ্রহ করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান মাসুদ। বিষয়টি জানার পর মামলার বিষয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য বলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। বিষযটি স্থানীয় সকল সাংবাদিক জানার পর একটি নিউজ তৈরি করেন। নিউজ তৈরি শেষ করে বাসায় ফেরার পথে ৭ জুন দিবাগত রাত ১২ ঘটিকার সময় বকশীগঞ্জ দক্ষিন বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন।
হামলা কারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক মাসুদকে উদ্ধার করে। হামলায় আহত সাংবাদিক মাসুদ বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে ৭ জুন দিবাগত রাতেই উল্লেখিত দুই ব্যাক্তিসহ নামীয় ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতনামা অভিযুক্ত আরও ৪-৫ জন। বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার তারেক মাসুদ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপরও হামলা করে ছিলেন। মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে বকশীগঞ্জ শহর থেকে ধরে নিজ বাসায় নিয়ে পিটিয়ে আহত করে ছিলেন। উল্লেখিত দুই ব্যাক্তি প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম জাতির জনক বঙ্গবন্ধুর ছবিও ভাংচুর মামলার বাদী। বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলার আসামী হিসেবে গ্রেফতার হয়ে ছিলেন সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী।
এ ব্যাপারে দৈনিক সমকাল পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাসুদ উল হাসান জানান, আমাকে হত্যা করার উদ্দেশ্যে আতিক সিদ্দিকীর নেতৃত্বে রাতের অন্ধকারে কতিপয় লোক আমার উপর সন্ত্রাসী হামলা করে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আসামীদের গ্রেফতারের দাবি করছি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন জানান, হামলার ঘটনায় সাংবাদিক মাসুদ গুরুত্বর আহত হয়েছে। তৎক্ষনাত লোকজন ও সহকর্মী সাংবাদিকরা উপস্থিত না হলে সাংবাদিক মাসুদকে পিটিয়ে মেরে ফেলতেন সন্ত্রাসী আতিক সিদ্দিকী। তিনি আরও জানান, আতিক সিদ্দিকী ও তার লোকজন মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলাসহ নানা অপকর্মের সাথে জড়িত। আমি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তদের গ্রেফতার দাবি করছি।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আতিক সিদ্দিকী সন্ত্রাসী কায়দায় একাধিকবার একাধিক সাংবাদিকের হামলা করে চলেছেন।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না