বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ব্রেইভ প্রকল্পের উদ্যোগে গঠিত মোংলা উপজেলার মেন্টর দল ও ইয়ুথ দলের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মোংলা প্রেস ক্লাবে মোংলা শাখার সুজন'র সাধারণ সম্পাদক, ব্রেইভ প্রকল্পের মাস্টার ট্রেইনার ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নুর আলম শেখ'র সভাপতিত্বে সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউনুস আলী। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনের কার্যক্রম ও পরবর্তি পরিকল্পনা সমূহ তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান। এ সময় বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ইয়ুথদের উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পাশাপাশি মেন্টর ও মাস্টার ট্রেইনারবৃন্দ তাদের স্ব স্ব অবস্থানে থেকে সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগ নিয়ে যেসকল কর্মসূচি পালন করছেন তার ভূয়সী প্রশংসা করেন। সভায় ইউনিয়ন ভিত্তিক ইয়ুথ সদস্যরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম সহ পারিবারিক সহিংসতা নিরসন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সভায় দি হাঙ্গার প্রজেক্ট প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ব্রেইভ প্রকল্পটির উদ্যোগে গঠিত বাগেরহাট জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সহ সভাপতি পিযুশ কান্তি মজুমদার, মাস্টার ট্রেইনার আবুল কাসেম, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক রেবেকা সুলতানা, কমরেড নাজমুল হক, বাদবন সংঘ এর সভাপতি জানে আলম বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাছিব সরদার, নারী নেত্রী ছবি হাজরা, ফাতেমা জান্নাত, ব্রেইভ প্রকল্পটির মেন্টর সদস্যবৃন্দ ও ইয়ুথ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না