বাগমারায় ইউপি সদস্য আলতাফ হোসেনের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হকের শোক প্রকাশ
- আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ২২২
রাজশাহীর বাগমারায় ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বৃহস্পতিবার, ৬ জুন ভোর রাত ৪ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে স্ত্রী. সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলতাফ হোসেন প্রায় এক সপ্তাহ থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।মরহুম আলতাফ হোসেনের বাড়ি নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামে। আলতাফ হোসেন নরদাশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চার বারের নির্বাচিত সদস্য। মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক।